ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচে মাশরাফিদের প্রতিপক্ষ শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের এটি প্রথম ম্যাচ। তবে দ্বিতীয় ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের জন্য। প্রথম ম্যাচে তারা জিতে এরই মধ্যে ফাইনালের লড়াইয়ে এগিয়ে গেছে এক ধাপ।
আজকের এই ম্যাচের আগে ওয়েস্ট ইন্ডিজ তারকারা বলেছিল তারা বাংলাদেশের বিপক্ষেও ব্যাটিংয়ে ঝড় তুলতে চায়। সেটাই প্রমান করল তারা টস জিতে। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে তারা।
বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদি মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ সাইফুদ্দিন ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ডরউইচ, সাই হোপ, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জনাথন কার্টার, অ্যাম্ব্রিস, অ্যাশলে নার্স, জ্যাশন হোল্ডার, কেমার রোচ, কোটরেল, স্যানন গ্যাব্রিয়েল।