আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে আজকে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। আর এই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের এটি প্রথম ম্যাচ হলেও ওয়েস্ট ইন্ডিজের এটি দ্বিতীয় ম্যাচ। আর প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ রানের পাহাড় গড়ে জিতেছিল।
তবে আজকে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার এই ম্যাচে হানা দিতে পারে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস বলছে, সকাল থেকেই প্রচুর বৃষ্টির সম্ভাবনা আছে দেশটিতে। ঘন্টা খানেক পর বৃষ্টি থামলেও প্রচুর ঠান্ডা থঅকবে। তাপমাত্রা ৫-৬ ডিগ্রিতে নামার সম্ভাবনা রয়েছে।
তবে এখানেই শেষ নয়, বৃষ্টি হানা দিতে পারে বিকেলেও। পূর্বাভাসে বলা হয়েছে, থেমে থেমে বৃষ্টি হানা দিতে পারে। পুরো দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। বাতাস থাকবে প্রচুর। যার কারণে ম্যাচে সুবিধা পাবে পেসাররা।