২০১৯-২০ মৌসুমে অস্ট্রেলিয়ার ঘরের মাঠের সূচি চুড়ান্ত করা হয়েছে। আর এই সূচি চুড়ান্ত হওয়ার পর তারা জানিয়েছে আগামী বছর অর্থাৎ ২০২০ সালে বাংলাদেশ সফরে আসবে।
আগামী ৩০ মে শুরু হবে বিশ্বকাপ। এই বিশ্বকাপের পর ১ আগষ্ট থেকে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ শুরু হবে অস্ট্রেলিয়ার।
এরপরই ঘরের মাটিতে ব্যস্ত সময় পার করবে তারা। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে এই সময়ে। পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের পর দুটি টেস্ট সিরিজও খেলবে তারা। কিছুদিন বিরতি দিয়ে আবারও তাদের খেলা রয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে।
এরপরই সংক্ষিপ্ত সংস্করণের ম্যাচ খেলতে ২০২০ সালের ফেব্রুয়ারী মাসে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা সফরে যাবে অস্ট্রেলিয়া।