ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে আজকের দিনের একমাত্র এবং প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
এই ম্যাচে মুখোমুখি হওয়ার আগে গ্রুপ পর্বে দুইবার একে অন্যের মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেখানে দুটি ম্যাচেই মুম্বাই ইন্ডিয়ান্স জিতেছিল।
টানা দুই ম্যাচ হেরে এখন তৃতীয় হারটা মুম্বাইকে উপহার দিয়ে ফাইনালে যেতে চায় চেন্নাই। আর এই লড়াই তাদের একাদশ কেমন হতে পারে চলুন দেখি:
শেন ওয়াটশন, প্লেসিস, সুরেশ রায়না, রাইডু, ধোনি, ধ্রুব সোরে, ডোয়াইন ব্রাভো, রবিন্দ্র জাদেজা, দিপক চাহার, হরভজন সিং, ইমরান তাহির।