বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ত্রিদেশীয় সিরিজের ম্যাচে হঠাৎই তান্ডব চালালেন মাশরাফি। বল হাতে তার দুর্দান্ত নৈপুন্যেই ভীতিকর অবস্থান থেকে ভালো অবস্থানে এসেছে বাংলাদেশ।
ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা করেছিল ক্যারিবিয়ানরা। বাংলাদেশি বোলারদের কোন সুযোগ না দিয়েই এগিয়ে যাচ্ছিল তারা। ১৬ ওভার শেষে তারা সংগ্রহ করেছিল বিনা উইকেটে ৮৫ রান।
তবে ১৭ তম ওভারে বোলিংয়ে এসেই উইকেট তুলে নেন মিরাজ। অ্যাম্ব্রিস মিরাজকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ তুলেন। সেই ক্যাচ যখন মাথার উপর দিয়ে চলে যাচ্ছে তখন পাখির মত উড়ে গিয়ে ক্যাচ ধরেন রিয়াদ।
মিরাজের পর পরের ওভারেই নতুন ব্যাটসম্যান ড্যারেন ব্রাভোকে মুশফিকের ক্যাচ বানিয়ে সাঁজঘরে পাঠান সাকিব আল হাসান।
এরপরই সাই হোপ এবং রোস্টন চেজ মিলে ১১৫ রানের জুটি গড়েন। শেষে রোস্টন চেজকে (৫১) আউট করে এই জুটি ভাঙেন মাশরাফি।
চেজের পর সেঞ্চুরি করা সাই হোপকেও বিদায় করেন টাইগার অধিনায়ক। ১০৯ রান করে আউট হন সাই হোপ।
এরপর ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেশন হোল্ডারকেও ফেরত পাঠান মাশরাফি। মাশরাফির পর আঘাত হানেন সাইফ উদ্দিন। তিনি ফেরত পাঠান ডরউইচকে।
এই্ রিপোর্ট লেখার সময় ওয়েস্ট ই্ন্ডিজের সংগ্রহ ৪৬.৩ ওভারে ৬ উই্কেটে ২৩৫ রান।