ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার অ্যানরিচ নর্টজে। আর এই পেসারের পরিবর্তে দলে নেয়া হয়েছে ক্রিস মরিসকে।
অ্যানরিচ নর্টজে বেশ কিছুদিন আগেই ইনজুরিতে পড়েন। নেটে অনুশীলনের সময় ইনজুরিতে পড়েছিলেন এই প্রোটিয়া পেসার। এবার সেই ইনজুরিই তাকে ছিটকে দিয়েছে।
আফ্রিকার পক্ষ থেকে জানানো হয়েছে, নর্টজের ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হলে ৬ থেকে ৮ সপ্তাহ লাগবে। বিশ্বকাপের আর এত সময় বাকি নেই। যার কারণে তাকে বাদ দিয়েই বিশ্বকাপে যাচ্ছে প্রোটিয়ারা।
নর্টজের পরিবর্তে ক্রিস মরিসকে নেয়ার ব্যাপারে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার নির্বাচক লিন্ডা জন্ডি বলেন, ক্রিস মরিস সব সময় আমাদের পরিকল্পনায় ছিল এবং সেই আমাদের এর পরের সেরা অপশন। তার বলে গতি আছে এবং ডেথ ওভারে সে কার্যকর। একই সাথে সে ব্যাটিংয়েও শেষ দিকে ভরসা দিতে পারে।