ওয়েস্ট ইন্ডিজের দেয়া ২৬২ রানের টার্গেটে এখন ব্যাটিং করছে বাংলাদেশ। ব্যাটিংয়ের শুরু থেকেই দুই ওপেনার তামিম ও সৌম্য বেশ সতর্ক থেকে প্রতিপক্ষের পেসারদের মোকাবেলা করছে।
অবশ্য শুরুতেই বিপদ হতে পারত বাংলাদেশের। ম্যাচের মাত্র দ্বিতীয় ওভারের খেলা চলছিল। বোলিংয়ে কেমার রোচ। ওভারের তৃতীয় বলটি করলে তামিম কভার ড্রাইভ করতে চেয়েছিল। কিন্তু বলটি সরাসরি ক্যাচএর মত হয়ে চলে যায় রোস্টন চেজের কাছে।
রোস্টন চেজ বলটি ধরার জন্য ডাইভ দিয়েছিল। কিন্তু তামিমের কপাল ভালো ক্যাচটি হাতে জমাতে পারেনি চেজ।
এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ৩৮ রান। তামিম ইকবাল ১৪ ও সৌম্য ২১ রানে ব্যাটিং করছেন।