বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচে দারুণ ব্যাটিং করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন দুজনেই। কিন্তু সফল হতে পারেনি কেউই।
ক্যারিবিয়ানদের দেয়া ২৬২ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে তামিম এবং সৌম্য ওপেনিং জুটিতেই তুলেন ১৪৪ রান। সেঞ্চুরির আশা জাগিয়ে সৌম্য ৭৩ রান করে অবিশ্বাস্য এক ক্যাচে আউট হলে ভাঙে এই জুটি।
সৌম্যর বিদায়ের পর দলীয় ১৯৬ রানের মাথায় আউট হন তামিম। তার ক্যাচটিও ছিল দুর্দান্ত। কাছেই দাড়িয়ে ঝাঁপিয়ে পড়ে ক্যাচটি নিয়েছিলেন ড্যারেন ব্রাভো। আউট হওয়ার আগে তামিম করেন ৮০ রান।