বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০২:৪৮ অপরাহ্ন

টাইগার পাওয়ারে উড়ে গেল ক্যারিবিয় দৈত্যরা

স্পোর্টস প্রতিদিন
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৭ মে, ২০১৯
  • ৫১ এই মুহুর্তে
  • শেয়ার করুন

আয়ারল্যান্ডে অনুষ্ঠিত তিন জাতি ওয়ানডে সিরিজে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছিল বাংলাদেশ। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রায় ৪০০ রানের পাহাড় গড়া ওয়েস্ট ইন্ডিজ। তবে বাংলাদেশের সামনে পড়তেই কুপোকাত হয়ে গেছে ক্যারিবিয়ানরা। টাইগারদের থাবায় পড়ে ৮ উইকেটে ম্যাচ হেরেছে ক্যারিবিয়ান দৈত্যরা।

এই ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বোলারদের বিপক্ষে উড়ন্ত সূচনা করে ওয়েস্ট ইন্ডিজ। ৮৯ রানের জুটি গড়ে তারা। এরপর মিরাজ এবং সাকিবের জোড়া আঘাতে ৯০ রানেই ২ উইকেট হারায় দলটি।

এরপর সাই হোপ এবং রোস্টন চেজ হাল ধরে। তারা দুজনে মিলে ১১৫ রানের জুটি গড়েন। এরপর যখন তারা ভয়ানক হযে উ্ঠেছিলেন তখনই মশরাফির ত্রিফল আঘাতে বিধ্বস্ত হয়ে যায় ক্যারিবিয়ানরা। সেখান থেকে আর ঘুড়ে দাড়াতে না পেরে শেষ পর্যন্ত ২৬১ রান করতে সমর্থ হয় ওয়েস্ট ই্ন্ডিজ। সাই হোপ সর্বোচ্চ ১০৯ রান করেন। মাশরাফি তিনটি, মুস্তাফিজ ও সাইফ ২টি করে উইকেট লাভ করেন।

জবাব দিতে নেমে বাংলাদেশের দুই ওপেনার সৌম্য ও তামিম মিলে ১৪৪ রানের জুটি বাধেন। সৌম্য ব্যক্তিগত ৭৩ রান করে আউট হলে ভাঙে এই জুটি।

সৌম্যর পর সেঞ্চুরির দিকে এগিয়ে যাওয়া তামিম দলীয় ১৯৬ রানের মাথায় আউট হন ব্যক্তিগত ৮০ রান করে।

তামিম সৌম্যর বিদায়ের পর মুশফিক এবং সাকিব আল হাসানের অবিচ্ছিন্ন জুটিতে ৫ ওভার এবং ৮ উইকেট বাতি থাকতেই ম্যাচ জিতে নেয় টাইগাররা।

সাকিব আল হাসান ৬১ এবং মুশফিক ৩২ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন।

এই ক্যাটেগরির আরো খবর

ব্রেকিং:

ভিনিসিয়াস জুনিয়র বিশ্বের সেরা প্লেয়ার: বেলিংহাম

বার্সার কপাল ভালো, ইনজুরিতে ভরপুর পোর্তোর স্কোয়াড

তিনটি বিষয়ের জন্য মনে হয় বাংলাদেশের সেমিফাইনাল খেলা সম্ভব

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের একাদশ চূড়ান্ত!

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশে নেই রিয়াদ

পিএসজি বনাম নিউক্যাসল, বার্সালোনা বনাম পোর্তো

বেলিংহামের ম্যাজিক, ভালভার্দের বুলেট গোল, আবারও কামব্যাক রিয়ালের

ক্যাসমিরোর লাল কার্ড, ইকার্দির পেনাল্টি মিস, দুইবার এগিয়ে গিয়েও ম্যানইউর হার

নেইমার ম্যাজিকে আল হিলালের জয়, নেইমারের গোলের ভিডিও

আল হিলালের জার্সিতে প্রথম গোলের দেখা পেলেন নেইমার