ডিপিএলে শেষ ম্যাচে টর্নেডো গতির ব্যাটিংয়ে ডাবল সেঞ্চুরি করেছিলেন সৌম্য সরকার। বাংলাদেশের ইতিহাসে প্রথম কোন ব্যাটসম্যান হিসেবে করেছিলেন ডাবল সেঞ্চুরি।
সৌম্য সেই ম্যাচের আগের ম্যাচেও করেছিলেন সেঞ্চুরি। আর ডিপিএলে শেষ দিকে এসে ফর্মে ফেরা সৌম্য সেই ফর্ম ধরে রেখেছেন আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেও।
আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে দারুণ ব্যাটিং করে তুলে নিয়েছেন অর্ধশতক। সৌম্য এই ম্যাচে সেঞ্চুরির আশা জাগিয়ে ফিরেছেন সেঞ্চুরি বঞ্চিত হয়ে। তবে ম্যাচে ব্যাটিং করেছেন দুর্দান্ত। এই ম্যাচে সৌম্য মাত্র ৬৮ বলে ৯টি চার ও ১টি ছক্কায় ৭৩ রান করেন।