ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চেন্নাই সুপার কিংসকে উড়িয়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আর এই জয়ে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করল রোহিত শর্মার দলটি।
এ নিয়ে চেন্নাইর বিপক্ষে এবারের টুর্নামেন্টে প্রতিটি ম্যাচেই জয় পেল মুম্বাই ইন্ডিয়ান্স। গ্রুপ পর্বেও দুই ম্যাচে হারিয়েছিল তাদের।
এদিন ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৩১ রান করে ধোনির দল। দলের পক্ষে রাইডু ৩৭ বলে ৪২ এবং ধোনি ২৯ বলে ৩৭ রান করেন। বাকিরা ব্যর্থ হলে ১৩১ রানের ছোট সংগ্রহই দাড় করায় চেন্নাই।
জবাব দিতে নেমে সূর্যকুমার যাদবের ব্যাটিং তান্ডবে ৯ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় মুম্বাই। যাদব৫৪ বলে ৭১ রান করেন। এছাড়া ২৮ রান করেন ইশান কিষান।