ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের মধ্যকার ত্রিদেশীয় সিরিজের ম্যাচে বাংলাদেশের কাছে উড়ে গেছে ক্যারিবিয়রা। ম্যাচে বাংলাদেশ জয় পায় আট উইকেটে। বাংলাদেশের সব তারকারাই ভালো করেন। ফলে ম্যাচ সেরার পুরষ্কার বাংলণাদেশের কারও হাতে উঠতে যাচ্ছে এমনটাই ভাবা হচ্ছিল।
কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ম্যাচ সেরা হয়ে যায় সাই হোপ। ক্যারিবিয়ানদের হয়ে ১০৯ রান করা হোপ ম্যাচ সেরা হলে দেখা দেয় বিতর্ক।
এই্ ম্যাচে বাংলাদেশের হয়ে অন্তত দুজন ম্যাচসেরা হওয়ার দাবী রাখে। একজন মাশরাফি এবং একজন সাকিব। মাশরাফি বোলিংয়ে গুরুত্বপূর্ন সময়ে তিনটি উইকেট তুলে নিয়ে দলকে ম্যাচে রেখেছিলেন। মাশরাফি বোলিংয়েও ছিলেন কৃপন। তাই ম্যাচ সেরা হতে পারতেন তিনি।
অথবা বোলিংয়ে ১০ ওভারে মাত্র ৩৩ রান দিয়ে এক উইকেট নেয়া সাকিব ছিলেন প্রতিপক্ষের জম। রান না দিয়ে প্রতিপক্ষকে আটকে রেখেছিলেন তিনি। সেই সাথে ব্যাটিংয়ে ৬১ বলে ৬১ রান করেছেন সাকিব।
শুধু তাই নয়, ফিল্ডিংয়ে অসাধারণ এক ক্যাচ ধরেছিলেন সাকিব। তাই ম্যাচসেরা পুরষ্কার তার হাতে সুন্দর মানাতো।