বিশ্বকাপের এবারের আসর শুরু হবে আগামী ৩০ মে থেকে। বাকি আছে মাত্র ৩ সপ্তাহ। অথচ এত কাছে এসে বিশ্বকাপ থেকে ছিটকে গেল অস্ট্রেলিয়ান পেসার জেই রিচার্ডশন।
পাকিস্তানের বিপক্ষে মার্চে ওয়ানডে সিরিজ চলাকালীন কাঁধে আঘাত পেয়েছিলেন রিচার্ডশন। সেই আঘাতই তাকে ছিটকে দিল বিশ্বকাপ থেকে।
অস্ট্রেলিয়া মনে করে রিচার্ডশন এই টুর্নামেন্টের জন্য প্রস্তুত নয়।
অস্ট্রেলিয়ার ফিজিওথেরাপিষ্ট ডেভিড বেকলি বলেন, এটা অবশ্যই দল এবং জেই রিচার্ডশনের জন্য হতাশার। সে ভালো মতই সেরে উঠছিল। তবে সাম্প্রতি তার নেটে বোলিং দেখে এটা পরিষ্কার হয়ে গেছে যে সে বিশ্বকাপের জন্য পুরোপুলি তৈরি নয়। সেজন্য সবার সাথে বসে সিদ্ধান্ত নিয়ে তাকে স্কোয়াড থেকে বাদ দেয়া হয়েছে।