ত্রিদেশীয় সিরিজে গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেয়েছে টাইগাররা। বাংলাদেশ এই ম্যাচে ক্যারিবিয়দের হারিয়েছে ৮ উইকেটে।
ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেয়া ২৬২ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে ৫ ওভার বাকি থাকতেই ম্যাচে জয় পায় টাইগাররা।
বাংলাদেশের হয়ে ৮০ রান করেন তামিম ইকবাল। ৬১ রান করেন সাকিব আল হাসান। বোলিংয়ে ১০ ওভারে মাত্র ৩৩ রান দেন সাকিব।
এমন দুর্দান্ত পারফর্মেন্সের পর বাংলাদেশের সাবেক বোলিং কোচ ইয়ান পন্ট বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন। সেখানে সাকিব ও তামিমের সাথে একটি ছবি দিয়ে তিনি লিখেন,
“আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশকে অনেক অভিনন্দন। এই ম্যাচ প্রমান করে বাংলাদেশ এখন দেশের বাইরেও গর্জন করতে পারে। তামিম ও সাকিব দুজনেই দুর্দান্ত। সাথে সৌম্য সরকারও।”