খুব বেশি সামলোচনার মধ্যে ছিলেন সৌম্য সরকার। কোন ম্যাচেই রান পাচ্ছিলেন না তিনি। তবে ডিপিএলে শেষ দুটি ম্যাচেই পাল্টে যায় সৌম্যর ব্যাটিং। শেষ দুই ম্যাচের প্রথমটিতে সেঞ্চুরি এবং পরের ম্যাচে করেন ডাবল সেঞ্চুরি।
এতে করে সমালোচকদের মুখ কিছুটা বন্ধ হলেও, অনেকে সরব ছিল ঘরোয়া লিগের তুলনা দিয়ে। আর সেই সব সমালোচকদের মুখ এবার বন্ধ করলেন সৌম্য আয়ারল্যান্ডের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌম্যর সমালোচনা হয়। হয় অনেক নেতিবাচক কথা। আর এসব জানেন সৌম্য নিজেও। কিন্তু এসব মন থেকে ঝেড়ে ফেলে ইতিবাচক দিক খুঁজে বেড়ান সৌম্য এমনটাই জানিয়েছেন তিনি।
সৌম্য বলেন, নেতিবাচক কথা যেন আমার উপর প্রভাব না ফেলে সেজন্য নিন্দুকের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করি। এসব সমালোচনা সবার উপরই প্রভাব ফেলে। কেউ যদি নেতিবাচক কথা বলে খুশি হয় তাহলে আমরও তো শুনতে খারাপ লাগে। তাই এগুলো এড়িয়ে ইতিবাচক ব্যাপার মাথায় নেয়ার চেষ্টা করি।
এই ম্যাচে সেঞ্চুরির আভাস পেয়েও করতে পারেনি সৌম্য। আউট হয়েছেন ৭৩ রান করে। তবে এতে মোটেও মন খারাপ নেই সৌম্যর। তিনি বলেন, ইনিংসটা বড় করতে পারলে ভালো লাগত। আরও আত্মবিশ্বাস পেতাম। আজকে সুযোগটা হাতছাড়া হল। বাকি ম্যাচে যেন এমনটা না হয় সেই চেষ্টাই করব।