ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে প্রতিটা দলেই এমন কিছু তারকা ছিল যাদের থেকে দলের অনেক বেশি প্রত্যাশা ছিল। অনেককেই বেশি দাম দিয়েও কিনতে হয়েছে অন্যান্য দলের সাথে লড়াই করে।
কিন্তু এমন কিছু তারকা রয়েছেন যারা দলের চাহিদা পূর্ন করতে পারেননি। অধিক মুল্য দিয়ে কেনার যৌক্তিকতাও প্রমান করতে পারেননি।
এমন কিছু তারকা তারকা হলেন-
১. বিজয় শঙ্কর
২. শেন ওয়াটশন
৩. হেটমায়ের
৪. বেন স্টোকস
৫. দিনেশ কার্তিক
৬. যুবরাজ সিং
৭. ডেভিড মিলার
৮. পৃথ্বি শ
৯. উনাদ কাট