ইংল্যান্ডের ঘরোয়া ওয়ানডে কাপে দারুণ উত্তেজনাপূর্ন এক ম্যাচে মিডলেক্সের কাছে ৩৩ রানে হেরেছে কেন্ট। ম্যাচে মিডলেক্সের দেয়া ৩৮১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৩৪৭ রান করে কেন্ট।
এদিন ম্যাচে প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে ১৮০ রান করে মিডলেক্স। দলের হয়ে ম্যাক্স হোলডেন সর্বোচ্চ ১৬৬ রান করেন। এছাড়া রস টেলর করেন ৯৪ রান।
জবাব দিতে নেমে শুরুতে ভালো করলেও শেষ দিকের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৩৩ রানে ম্যাচ হারে কেন্ট। কেন্টের হয়ে ওপেনার জ্যাক ক্রাউলে ১২০ রান করেন।
এছাড়া ম্যাট রেনশ ৪৯, হিনো কুন ৩৬ ও আলেক্স ব্লেক ৪৩ রান করেন।