আসন্ন বিশ্বকাপে পাকিস্তান স্কোয়াডে জায়গা হয়নি মোহাম্মদ আমিরের। তবে আমিরের জন্য সুযোগ হয়ে আসছে ইংল্যান্ড সিরিজ। এই সিরিজে আমিরকে সর্বোচ্চ সুযোগ দিতে চান সরফরাজ। একই সাথে এটাই আমিরের জন্য বিশ্বকাপের আগে দলে জায়গা দাবীর করার শেষ সুযোগ বলেই মনে করছেন সরফরাজ আহমেদ।
২০১৭ সালে পাকিস্তানের মাটিতেই চ্যাম্পিয়নস ট্রফি হয়েছিল। সেই আসরের ফাইনালে আমির একাই ধ্বসিয়ে দিয়েছিল ভারতকে। কিন্তু সম্প্রতি ফর্মহীনতায় বাদ পড়েছেন এই তারকা। তবে ইংল্যান্ড সিরিজে আমিরের কাছ থেকে সেরা ফর্মই চাচ্ছেন পাক অধিনায়ক।
সরফরাজ বলেন, আমাদের বোলিং বিভাগ এই পর্যন্ত যা করেছে তাতে আমাদের সুযোগ রয়েছে। আমরা আমিরকে সব ধরণের সুযোগ দেয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। এই সুযোগটি পেয়েছি ক্রিকেটারদের যাচাই করার জন্য। বিশ্বকাপের আগেই সেটা করতে হবে। ২৩ তারিখ পর্যন্ত সময় আছে, তাই এর মাঝে আমিরকে সম্পূর্ণ সুযোগ দেয়া হবে দলে নিজের জায়গা করে নেয়ার।