বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে সিরিজ খেলছে অস্ট্রেলিয়া একাদশ। আর এই সিরিজের প্রথম ম্যাচে জিতেছিল অস্ট্রেলিয়া। তবে আজকে দ্বিতীয় ম্যাচে জিতেছে নিউজিল্যান্ড। ৭ উইকেটে তারা হারিয়েছে অস্ট্রেলিয়াকে।
আজকের ম্যাচে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ২৭৭ রান করে অস্ট্রেলিয়া। দলের পক্ষে উসমান খাজা তিনে নেমে করেন ৫৬ রান। ৫২ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল। উজ্জল ছিলেন স্টিভ স্মিথ। তিনি করেন ৮৯ রান।
জবাব দিতে নেমে ইয়ংয়ের সেঞ্চুরি এবং লাথামের হাফসেঞ্চুরিতে ৪৭.২ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়েই ম্যাচ জিতে যায় নিউজিল্যান্ড। ইয়ং ১৩০ রান করেন। লাথাম ৬৯ রান করে অপরাজিত থাকেন। এছাড়া ওয়ার্কার ৫৬ রান করেন।