বিশ্বকাপের আগে এখন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছে অস্ট্রেলিয়া। আর এই সিরিজ দিয়েই অস্ট্রেলিয়া দলে ফিরেছে ১ বছর নিষিদ্ধ থাকা ওয়ার্নার ও স্মিথ।
সিরিজের প্রথম ম্যাচে জিতেছিল অস্ট্রেলিয়া। ১ উইকেটে জিতেছিল তারা। তবে দ্বিতীয় ম্যাচে কোন সুযোগ পায়নি অজিরা। হেরেছে ৭ উইকেটে।
এই ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিংয়ে নেমেছিলেন ওয়ার্নার। তবে সুবিধা করতে পারেননি। ৬ বল খেলে ০ রান করেই ফিরেছেন সাজঘরে।
ওয়ার্নার শূন্যতে ফিরলেও ব্যতিক্রম ছিলেন স্মিথ। ৭৭ বলে ৮৯ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন তিনি।