পাকিস্তান এবং ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি আজ শুরু হয়েছে। তবে শুরু থেকেই বৃষ্টি হানা দেয়া এই ম্যাচটি এখন বন্ধ আছে।
এর আগে ইংল্যান্ড প্রথমে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায়। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে আছে ৪৭ ওভারে। ব্যাটিং করতে নেমে ওপেনার ফখর জামান আউট হন মাত্র ৩ রান করেই। এরপর বাবর আজমও বিদায় নেন ১৬ রান করে।
দলীয় ৪৫ রানের মাথায় ২ উইকেট পরা পাকিস্তানকে এখন এগিয়ে নিয়ে যাচ্ছে ইমাম উল হক এবং হ্যারিস সোহেল। এই জুটিতে দলীয় রান ৭১ এ পৌছানোর পরই নামে বৃষ্টি। এখন বৃষ্টির কারণে ম্যাচটি বন্ধ আছে।