পাকিস্তান এবং ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি আজ শুরু হয়েছে। তবে শুরু থেকেই বৃষ্টি হানা দেয়া এই ম্যাচে দ্বিতীয়বারের মত কমিয়ে দেয়া হয়েছে ওভার।
প্রথমে ম্যাচটিতে বৃষ্টির কারণে ওভার কমিয়ে করা হয় ৪৭ ওভার। এরপর ব্যাটিং করতে থাকা পাকিস্তান ২ উইকেটে ৭২ রান করার পর ফের বৃষ্টি নামে।
সেই বৃষ্টির কারণে ওভার আরও একবার কমানো হয়। এবার ওভার কমিয়ে করা হয় ৪১ ওভার। এরপর ব্যাটিংয়ে নেমে ৭২ থেকে ৮০ রানে যায় পাকিস্তান। তখন আবারও নামে বৃষ্টি। সেই বৃষ্টিতে এখন বন্ধ আছে ম্যাচটি।