ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ও নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল মাঠে নামবে টাইগাররা। এই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক আয়ারল্যান্ড।
প্রথম ম্যাচে আয়ারল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরেছিল বিশাল ব্যবধানে। তবে দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ আবার বিশাল ব্যবধান হেরেছিল বাংলাদেশের কাছে।
তাই আগামীকালের ম্যাচে বাংলাদেশ চাইবে নিজেদের জয় রথ ধরে রাখতে। অন্যদিকে ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে জিততেই হবে আয়ারল্যান্ডকে।
এমন ম্যাচে বাংলাদেশের একাদশে খুব একটা পরিবর্তন আসার সম্ভাবনা নেই। প্রথম ম্যাচের একাদশ নিয়েই এই ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। যার অর্থ দাড়াচ্ছে লিটন দাস ও রুবেলকে আরও একটি ম্যাচ মাঠের বাইরেই থাকতে হবে।