ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত ছন্দে ছিলেন সাকিব আল হাসান। অনেক দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই দারুণ ছন্দে ছিলেন তিনি। বল এবং ব্যাট হাতে দেখিয়েছেন মুনশিয়ানা। আর সেই সাকিবই জানালেন কিছুটা নার্ভাসও ছিলেন তিনি।
এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই গত ডিসেম্ভরে ম্যাচ খেলেছিলেন সাকিব। এরপর জাতীয় দলের জার্সিতে আর খেলা হয়নি তার। সেজন্য কিছুনা নার্ভাস ছিলেন এমনটাই জানিয়েছেন সাকিব।
সাকিব বলেন, প্রায় পাঁচ মাস পর জাতীয় দলের হয়ে খেললাম। কিছুটা নার্ভাস ছিলাম। তবে প্রস্তুতি ম্যাচে আত্মবিশ্বাস পেয়েছিলাম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো করতে পেরে স্বস্তি লাগছে। টুর্নামেন্টের শুরুটা ভালো হয়েছে। এবার এটা ধরে রাখতে চাই।