আইপিএলে ইলিমেনটর ম্যাচে সানরাইজার্সকে ২ উইকেটে হারিয়েছে দিল্লি। এই হারে আইপিএলে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের জন্য উন্নিত হল দিল্লি এবং বিদায় নিশ্চিত হল সানরাইজার্সের।
ম্যাচে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ১৬২ রান করে সানরাইজার্স। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন গাপটিল। এছাড়া মানিশ ৩০, বিজয় শঙ্কর ২৫, নবি করেন ২০ রান।
জবাব দিতে নেমে উড়ন্ত সূচনা করে দিল্লি। মাত্র ৭.৩ ওবার তারা ওপেনিং জুটিতেই তোলে ৬৬ রান। তবে ১৭ রান করে শিখরের বিদায়ের পর ভাঙে এই জুটি।
এরপর মাঠে নামেন শ্রেয়াস আয়ার। তিনি যোগ দেন পৃথ্বি শ এর সাথে। ৮ রান করে আউট হয়ে যান তিনিও। ৮৪ রানের মাথায় শ্রেয়ারের বিদয়ের পর স্কোর বোর্ডে তিন রান যোগ হতেই আউট হন ৩৮ বলে ৫৮ রান করা পৃথ্বি শ।
এরপর মুনরো ১৪, অক্ষর প্যাটেল ০. রাদারফোর্ডরা (৯) একে একে বিদায় নিতে থাকেন। এই তারকাদের আসা যাওয়ার মিছিলের মাঝে এক প্রান্তে ঝড় তুলেন রিশাব পান্ট।
শষ চার ওভারে জয়ের জন্য ৪২ রান প্রয়োজন ছিল দিল্লির। ভুবনেশ্বর বোলিংয়ে আসলেন এবং দিলেন ৮ রান। শেষ তিন ওভারে প্রয়োজন ৩৪ রান। বোলিংয়ে আসলেন বাসিল খাম্পি। তাকেই যেন বেছে নিল রিশাব। দুটি ছ্কা ও দুটি চারে ২২ রান তুলেন এই ওভারে।
ফলে শেষ দুই ওভারে প্রয়োজন হয় ১২ রান। ভুবনেশ্বর ফের বোলিংয়ে এসে ১৯তম ওভারে ৭ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন যার মধ্যে ছিল ২১ বলে ৪৯ রান করা পান্ট।
শেষ ওভারে খলিল আহমেদ চেষ্টা করলেও ওভারের ৫ম বলে চার মেরে খেলায় জয় নিশ্চিত করে কিমু পাল।