প্রোটিয়া পেসার অ্যানরিচ নর্টজের ইনজুরির পর বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন ক্রিস মরিস। সেই সুখবরের পরপর এবার আরও একটি সুখবর পেলেন এই প্রোটিয়া তারকা। টি-টুয়েন্টি ব্লাষ্টের এবারের আসরে তাকে কিনে নিয়েছে হ্যাম্পশায়ার।
হ্যাম্পশায়ার চলতি মৌসুমে এখন পর্যন্ত একজন বিদেশী ক্রিকেটার কিনেছে। আর সেটাই হল এই প্রোটিয়া তারকা।
মরিস বর্তমানে আইপিএলে দিল্রি ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাচ্ছে। এবারের মৌসুমে দারুণ ছন্দে আছেন এই প্রোটিয়া তারকা।
হ্যাম্পশায়ারে সুযোগ পেয়ে মরিস বলেন, আমি দলটিতে যোগ দেয়ার জন্য মুখিয়ে আছি। এটা আকর্ষণীয় একটি টুর্নামেন্ট। আমি সেখানে খেলার জন্য অপেক্ষা করতে পারছিনা।