ইংল্যান্ড এবং পাকিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি পরিত্যাক্ত হয়েছে। ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়।
ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। তবে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্য্য কমে যায় ৩ ওভার করে। অর্থাৎ ৪৭ ওভারে নেমে আসে ম্যাচটি।
এরপর ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ৭২ রান করার পর ফের বৃষ্টি নামে। এই বৃষ্টি শেষ হলে ম্যাচের দৈর্ঘ্য কমে দাড়ায় ৪১ ওভারে। সেখান থেকে ব্যাটিংয়ে নেমে ৮০ রান করার পর ফের বৃষ্টি নামলে আবারও ম্যাচ বন্ধ হয়ে যায় এবং খেলা আর অনুষ্ঠিত হতে না পারলে ম্যাচটি পরিত্যক্ত হয়।
ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজটি পাকিস্তানি পেসার আমিরের জন্য বেশ গুরুত্বপূর্ন ছিল। কেননা, তিনি বিশ্বকাপ স্কোয়াডে নেই। তাই সেখানে জায়গার দাবী জানানোর জন্য এই সিরিজে তার ভালো করার গুরুত্ব সবচেয়ে বেশি। কিন্তু বৃষ্টিতে তার ক্ষতিটাই হলো সবচেয়ে বেশি।