পাকিস্তান এবং ইংল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়েছে। ম্যাচটি দুই দফায় বৃষ্টির পর বাতিল হয়ে যায়।
এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ৮০ রান তোলে পাকিস্তান। এই রান করার মাঝেই দুই দফা বৃষ্টি হয়। শেষে ম্যাচটি পরিত্যাক্ত হয়।
তবে পরিত্যক্ত হওয়া এই ম্যাচেই আলো ছড়িয়েছেন জোফরা আর্চার। আর এতটাই আলো ছড়িয়েছেন যে এখন ইংলিশ ক্রিকেট মুগ্ধ তাকে নিয়ে।
আর্চার এই ম্যাচে মাত্র ৪ ওভার বোলিং করেছেন। দুটি মেডেন নিয়েছেন। রান দিয়েছেন মাত্র ৬ রান। উইকেট নিয়েছেন একটি।
তার চেয়েও বড় গুরুত্বপূর্ন বিষয় হল তার বোলিংয়ের লাইন লেন্থ ও গতি। গতকাল তার বোলিংয়ের গড় গতি ছিল ১৪৪ কি.মি.