এই বছরই আরেকটি বিপিএলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী নভেম্বর ও ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএলের সপ্তম আসর।
বিপিএলের ৬ষ্ঠ আসরটিও শুরু হয়েছিল এই বছরই। জানুয়ারীর পাঁচ তারিখে অনুষ্ঠিত হয়েছিল এবারের আসর। এই আসরে তিনটি মাঠে অনুষ্ঠিত হয়েছিল খেলা। ঢাকা, সিলেট ও চট্টগ্রাম।
তবে বিপিএলের সপ্তম আসরে বাড়তে পারে আরেকটি ভেণ্যু। সেটা হল খুলনার ঘরের মাঠ আবু নাসের স্টেডিয়াম।
তবে এই স্টেডিয়াম বাড়তে পারে কেবল মাত্র একটি কাজ সম্পন্ন হলেই। সেটা হল যদি রাস্তা ও স্টেডিয়াম খেলার উপযোগী থাকে।
খুলনার আবু নাসের স্টেডিয়াম প্রস্তুত করার কাজ চলছে। একই সাথে ঠিক নেই শহর থেকে স্টেডিয়ামের পথ, স্টেডিয়ামও ঠিক নেই। এই কাজ গুলো নির্ধারিত সময়ের মধ্যে করতে পারলেই এখানে অনুষ্ঠিত হবে ম্যাচ।