এবারের বিশ্বকাপ নিয়ে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ নিজেদের মতামত তুলে ধরছেন। মতামত তুলে ধরছেন সাবেক বর্তমান অনেক ক্রিকেটাররা। আর এই মতামত তুলে ধরার ক্ষেত্রে এবার নিজের মতামত জানালেন সাবেক ভারতীয় তারকা কপিল দেব।
এবারের বিশ্বকাপে কোন দল গুলো ফেভারিট? কপিল দেব অবশ্য বেশি কিছুতে গেলেন না। তিনি সরাসরি তিনটি দলের নামই বলে দিলেন যারা সেমিফাইনাল খেলবে বলেই মনে করেন তিনি।
এই তিনটি দল হল ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। তাহলে সেমিফাইনালের বাকি দল হবে কোনটি?
কপিল বলেন, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মধ্যে লড়াই হবে এই চার নম্বর পজিশন নিয়ে।
তাহলে কি বিশ্বকাপে কোন দল চমক দেখাবে? কপিল দেব এখানে বাজি ধরছেন গেইলের দল ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের পক্ষেই। তার মতে এই দুটি দল চমক দেখাতে পারে।