বিশ্বের সেরা ওপেনার কে? এমন প্রশ্ন করলে অনেকেই বলতে পারে গেইল, বা রোহিত শর্মা, কেউ বলবে অ্যরন ফিঞ্চ বা ডেভিড ওয়ার্নার।
তবে ব্যাটিং গড়ে গত দুই বছরের সেরা ওপেনার হলেন টাইগার ব্যাটসম্যান তামিম ইকবাল খান। তার কাছেও নেই কেউই। তিনি পেছনে ফেলেছেন অন্যান্য সব সেরা তারকাদের।
শেষ দুই বছরে অন্তত ১০টি ইনিংসের পারফর্মেন্স বিবেচনা করে এই তালিকায় সবার উপরে উঠে এসেছেন তামিম। তামিমের চেয়ে ২০ ম্যাচ বেশি খেললেও পিছিয়ে আছেন রোহিত।
তামিম ইকবাল ২৩ ম্যাচ খেলেছেন। ৭৩.৮৮ গড়ে রান করেছেন ১৩৩০। অন্যদিকে রোহিত শর্মা ৪৩ ম্যাচে রান করেছেন ২৫০৮ যার গড় ৭১.৬৫।
এই তারকায় তিনে আছে পাকিস্তানের ইমাম উল হক। ১৭ ম্যাচে তার ব্যাটিং গড় ৬৪. ৬৪। তার রান ৯০৫।