মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের সবচেয়ে সেরা পেসার হিসেবে ভাবা হয় তাকে। দারুণ বোলিংয়ের কারণে সারা বিশ্বে আলাদা একটি ইমেজ তৈরি হয়েছে তার। কিন্তু এই তারকাকে নিয়েই বাংলাদেশে বেশ সমালোচনা হচ্ছিল।
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে খরুচে বোলার ছিল মুস্তাফিজুর রহমান। ১০ ওভারে ৮৪ রান দিয়েছিলেন তিনি। যেখানে মাশরাফি ৪৯ এবং সাইফ দিয়েছিল ৪৭ রান। মিরাজ ও সাকিবের ২০ ওভারের রানও ৮০ হয়নি।
এছাড়াও নিউজিল্যান্ড সফরে বেশ খারাপ অবস্থাই ছিল মুস্তাফিজের। তার বলে আগের মত ধার নেই বলেই হচ্ছিল সমালোচনা।
তবে মুস্তাফিজের হয়ে সমালোচনার জবাব দিয়েছেন সাকিব আল হাসান। সাকিব বলেন, শুধু তো ওর রান দেওয়াটা দেখলে হবে না, ও কোথায় বোলিং করছে সেটাও দেখতে হবে। ওইরকম সময়ে (ডেথে) বোলিং করলে যে কেউ ৩০-৪০ রান দিতে পারে।