বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ত্রিদেশীয় সিরিজের ম্যাচ। এই ম্যাচে বাংলাদেশ জিতেছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে। ক্যারিবিয়ানদের দেয়া ২৬২ রানের টার্গেট বাংলাদেশ টপকে যায় ৫ ওভার ও ৮ উইকেট হাতে রেখেই।
এই ম্যাচে বাংলাদেশের স্কোর কার্ড দেখেও শান্তি। চোখের শান্তিই বলা যায় একে। প্রথম তিন ব্যাটসম্যানের তিনজই অর্ধশতক। চারে নামা মুশফিকও অপরাজিত।
বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা কেবল তিনবারই ঘটেছে। প্রথমটা ১৯৯৯ সালে। জিম্বাবুয়ের বিপক্ষে ওপেনিং জুটিতে শাহারিয়ার হোসেনের সাথে ১৭০ রানের জুটি গড়েছিলেন মেহেরাব হোসেন। ১০১ রান করে আউট হয়েছিলেন তিনি। ৬৮ রান করেছিলেন শাহারিয়ার হোসেন। তিনে নেমে ৫০ রান করেছিলেন আকরাম খান।
দ্বিতীয়বার এমন দৃশ্য দেখা গেছে ২০১৪ সালের এশিয়া কাপে। পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেটে হারা ম্যাচে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেছিলেন এনামুল হক। সাথে ইমরুল কায়েস মুমিনুল হক এবং মুশফিক- টানা চারজনই করেছিল ৫০ ছাড়ানো ইনিংস।
তিনে আছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গড়া বাংলাদেশের চলতি সিরিজের ম্যাচটি।