ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ও নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড।
এই ম্যাচের আগে আয়ারল্যান্ড একটি ম্যাচ খেলেছিল। সেই ম্যাচে আইরিশরা হেরেছিল ওয়েস্ট ইন্ডিজের কাছে বিশাল ব্যবধানে।
তবে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকেই ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছিল।
আজকের ম্যাচটি তাই আয়ারল্যান্ডের জন্য খুব গুরুত্বপূর্ন টুর্নামেন্টে টিকে থাকতে। অন্যদিকে বাংলাদেশ চাইবে ফাইনালের দিকে এগিয়ে যেতে।
বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার এই ম্যাচটির টসও এখনো অনুষ্ঠিত হতে পারেনি। খারাপ আবহাওয়ার কারণে ম্যাচটি শুরু হতে বিলম্ব হচ্ছে। মাঠে প্রচুর বৃষ্টি ছিল সকাল থেকেই। তবে মাঝে বৃষ্টি থেমে গেলে খেলার আশা জেগেছিল। কিন্তু মাঠ পরিচর্যা করার আগেই ফের বৃষ্টি নামে।
ম্যাচটি এখন বন্ধ আছে। ম্যাচের পরবর্তি আপডেট দেয়ার জন্য আম্পায়াররা এক ঘন্টা সময় পিছিয়ে দিয়েছে। স্থানীয় সময় ১১:৪৫ মিনিটে আসবে পরবর্তি ঘোষণা।