অবশেষে পরিত্যাক্তই হয়ে গেল বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার ত্রিদেশীয় সিরিজের ম্যাচটি। বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়াতে পারেনি এই ম্যাচে।
ত্রিদেশীয় সিরিজে এটি ছিল বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের দ্বিতীয় ম্যাচ। দুই দলের জন্যই ছিল ম্যাচটি গুরুত্বপূর্ন। টুর্নামেন্টে টিকে থাকতে আইরিশদের জয় প্রয়োজন ছিল। অন্যদিকে ফাইনাল নিশ্চিতের পথে এগিয়ে যেতে টাইগারদের জয় প্রয়োজন ছিল। একই সাথে বিশ্বকাপের প্রস্তুতির জন্য হলেও ম্যাচটি দরকার ছিল টাইগারদের।
তবে স্থানীয় সময় সকাল থেকেই বৃষ্টির কারণে ম্যাচটি অনুষ্ঠিত হতে পারেনি। পরে সেই বৃষ্টি না থামলে ম্যাচটি বাতিল করা হয়।
এই ম্যাচ বাতিলের কারণে দুই দলকেই এক পয়েন্ট করে ভাগ করে দেয়া হয়েছে।