বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার ত্রিদেশীয় সিরিজের আজকের ম্যাচটি অনুষ্ঠিত হতে পারেনি। বৃষ্টির কারণে ম্যাচের একটি বলও মাঠে গড়ায়নি।
টাইগার ভক্তরা অপেক্ষা করছিল এই ম্যাচটির জন্য। বিশেষ করে বিশ্বকাপের আগে প্রতিটি ম্যাচই এখন প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ন। কিন্তু বেরসিক বৃষ্টি আর সেটি বুঝলো কই।
তবে বৃষ্টির কারণে টাইগার ভক্তরা প্রিয় দলের খেলা দেখতে না পারলেও একটু খানি বিনোদনের ব্যবস্থা করে দিল আয়ারল্যান্ড। আর সেটাও ভুল করে।
বৃষ্টির আগে সাব্বির, ফরহাদ রেজা ও সাইফ প্র্যাক্টিস করছিলেন। সেই ছবি আয়ারল্যান্ড ক্রিকেট দলের টুইটারে আপলোড দিয়ে লেখা হয় ফরহাদ রেজা, সাইফ উদ্দিন ও তামিম ইকবালের নাম। এখানে সাব্বিরকে চিনতে না পেরে তামিম বানিয়ে দিয়েছে তারা।