বাংলাদেশের ক্রিকেটের উজ্জল নক্ষত্র মাশরাফি বিন মর্তুজা। মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ এখন সবচেয়ৈ দারুণ ছন্দে আছে। আর বিশ্বেও মাশরাফির এখন আলাদা একটি কদর রয়েছে।
জাতীয় দলকে মাশরাফি দেথে রেখেছেন এক সুতোয়। প্রায় দেড় যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারে দুই অ্যাংকেল মিলিয়ে ১০ বার ডাক্তারের ছুরি-কাঁচির নিচে নিজেকে সঁপে দিয়েছেন। তবুও পিছপা হননি তিনি। ঘাড় বাঁকা করে ফিরেছেন সদর্পে। দোর্দণ্ড প্রতাপে নিজের কারিশমা দেখিয়েছেন।
দল ও দেশকে ভালোবেসে এভাবে লড়াই করে যাওয়া মাশরাফিকে দেখে ভীষণ মুগ্ধ দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার শন পোলক।
তিনি মাশরাফিকে নিয়ে বলেন, তোমরা আমাকে একজন মাশরাফি দাও, আমি তোমাদের ১১ জন সোনার খেলোয়াড় উপহার দেব।