ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের আগামী আসরের জন্য প্লেয়ার লিষ্ট জমা দিয়েছে কিংস ইলিভেন পাঞ্জাব। সেই তালিকাতেই রয়েছে বেশ কিছু চমক।
আইপিএলের আগামী আসরের জন্য যে প্লেয়ার লিষ্ট জমা দিয়েছে তার মধ্যে ম্যাক্সওয়েলকে রাখেনি পাঞ্জাব। ছেড়ে দিয়েছে আরেক বিধ্বংসী স্পিনার মুজিবুর রহমানকে। এছাড়াও জিমি নিশামকেও রাখেনি দলটি।
তবে গেইলকে রেখে দিয়েছে তারা। গত মৌসুমে অনেক নাটকীয়তার পর খেলতে নামা গেইল ছিলেন বিধ্বংসী মেজাজে। তাই তাকে ছাড়ার ভুলটি করেনি। এছাড়াও নিকোলাস পুরানকে রেখে দিয়েছে তারা।