সদ্য শেষ হওয়া বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান এবং মেহেদী হাসান মিরাজ। আর দুর্দান্ত বোলিংয়ের পুরষ্কারই পেলেন তিনি।
সদ্য প্রকাশিত আইসিসি বোলিং র্যাংকিংয়ে শীর্ষ দশে প্রবেশ করেছে মেহেদী হাসান মিরাজ। সবচেয়ে বড় লাফটা তিনিই দিয়েছেন। ৯ ধাপ এগিয়ে ৬৯৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন তিনি।
বড় লাফ দিয়েছেন মুস্তাফিজও। ১১ ধাপ এগিয়ে ৬৫৮ পয়েন্ট নিয়ে তালিকার ৮ম স্থানে উঠে এসেছেন এই পেসার।
তবে শীর্ষে আছেন ট্রেন্ট বোল্ট। দুই নম্বরে আছেন আফগানিস্তানের স্পিনার মুজিব। তিনে আছেন ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ।
সাকিব আল হাসান বোলিংয়ে ১৫ ধাপ এগিয়েছে। তার বর্তমান রেটিংস পয়েন্ট ৬২৯। এছাড়া তিন ধাপ এ্গিয়ে সাইফউদ্দিন আছেন ৪৩ নম্বরে।