বার্সালোনা তারকা ওসমানে দেম্বেলের ভবিষ্যত যেন অন্ধকার হয়ে যাচ্ছে। বিশেষ করে বার্সার ভবিষ্যত তো বটেই। কেননা বার্সার সঙ্গে চুক্তি না করায় তার উপর বেজায় ক্ষেঁপেছে বার্সা বোর্ড।
দেম্বেলে বরাবরই বলে এসেছে সে বার্সালোনাতে থাকতে চায়। কিন্তু সে আবার বার্সার করা অফারে রাজি হচ্ছে না। কারণ বার্সার করা অফার তার চাওয়ার তুলনায় অনেক কম।
যেহেতু বার্সালোনা কঠিন সময় পার করছে, তাই বার্সালোনা চাচ্ছে টাকা বাঁচাতে যাতে হালান্ডের মত প্লেয়ার কেনা যায়। সেখানে দেম্বেলে আবার উল্টো দাবী করে বসে রয়েছে।
দেম্বেলে মনে করছে, সে বর্তমান বিশ্বের অন্যতম সেরা প্লেয়ার এবং তার আরও বেশি বেতন পাওয়ার অধিকার রয়েছে। তাই সে অল্প অফারে রাজি হচ্ছে না।
বার্সালোনাও তাকে আলটিমেটাম দিয়ে দিয়েছে। হয়তো নতুন চুক্তিতে রাজি হবে নাহলে জানুয়ারীতেই কোন নতুন ক্লাবে চলে যেতে হবে। আর তারই প্রথম ধাপ হিসেবে আজকে বিলবাওয়ের বিপক্ষে তাকে না রাখার সম্ভাবনা রয়েছে।