বুধবার, ০৭ জুন ২০২৩, ০৫:২৯ অপরাহ্ন

রিয়ালের প্রধান টার্গেট এখন এন্ড্রিকে

স্পোর্টস প্রতিদিন
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৪১ এই মুহুর্তে
  • শেয়ার করুন

রিয়াল মাদ্রিদের সবচেয়ে নির্ভরযোগ্য স্ট্রাইকার এখন করিম বেনজামা। তার ব্যাকআপ এবং ভবিষ্যতের কথা ভেবে যাদের কেনা হয়েছিল তারা কেউই নামের প্রতি সুবিচার করতে পারেনি।

তাই রিয়াল মাদ্রিদের আগ্রহ ছিল হালান্ডের প্রতি। কিন্তু তার এজেন্টের বিশাল অংকের ফি, তার বিশাল অংকের বেতন, হালান্ডের ইনজুরির রেকর্ড, সব মিলিয়ে রিয়াল মাদ্রিদ সরে আসে নরওয়ের এই তারকার দিক থেকে।

কিন্তু তাই বলে রিয়াল মাদ্রিদ থেমে নেই। ভবিষ্যতের জন্য দল সাজানোর কাজে এখন তাদের সবচেয়ে বড় টার্গেট ব্রাজিলিয়ান তরুণ এন্ড্রিকে।

রিয়াল মাদ্রিদ মূলত এখন চারজন তরুনকে নজরে রেখেছে। তারা হচ্ছে, এন্ড্রিকে, মোকোকো, হেনরিক আরাওজো এবং রোকো সিমিক। কিন্তু রিয়াল মাদ্রিদ মনে করছে তাদের প্রত্যেকের থেকে এন্ড্রিকেই সেরা অপশন।

এন্ড্রিকের জন্য রিয়াল মাদ্রিদের স্কাউটরা অনেক সময়ই ব্যয় করেছে। প্লেয়ারের সঙ্গে কথা বলেছে, তার পরিবারের সঙ্গে কথা বলেছে। এখন কিছুটা গ্যাপ তৈরি হয়েছে। কিন্তু রিয়াল মাদ্রিদ হয়তো তার সঙ্গে চুক্তি করতে রাখতে চাইবে। ১৮ বছর হলে সে যোগ দিবে ক্লাবে।

এই ক্যাটেগরির আরো খবর

ব্রেকিং:

হ্যারি কেইনের জন্য ৮০ মিলিয়ন প্রস্তাব করবে রিয়াল মাদ্রিদ

ফার্নান্দো দিনিজ হতে পারেন ব্রাজিলের নতুন কোচ

বার্সা রিয়ালকে একা করে সুপার লিগ ছাড়ল জুভেন্টাস

এবার বার্সার বিরুদ্ধে অভিযোগ তুললেন সাবেক ফুটবলার জেরার্ড পিকে

বরখাস্ত হচ্ছেন গালটিয়ের, তাকে বিদায় বলে দিয়েছে পিএসজি

মেসির প্রস্তাবে অবাক আল নাসের কর্তৃপক্ষ

রিয়ালের আইকনিক সাত নম্বর জার্সি পড়বে মিডফিল্ডার বেলিংহাম!

এটা পুরোটাই বাংলাদেশের অজুহাত ছাড়া কিছুই না

মেসিদের ম্যাচের টিকিট শুরুতেই শেষ

শুধু লিগে ব্রাজিলিয়ানদের মধ্যে এখনও সবার উপরে নেইমার