রিয়াল মাদ্রিদের সবচেয়ে নির্ভরযোগ্য স্ট্রাইকার এখন করিম বেনজামা। তার ব্যাকআপ এবং ভবিষ্যতের কথা ভেবে যাদের কেনা হয়েছিল তারা কেউই নামের প্রতি সুবিচার করতে পারেনি।
তাই রিয়াল মাদ্রিদের আগ্রহ ছিল হালান্ডের প্রতি। কিন্তু তার এজেন্টের বিশাল অংকের ফি, তার বিশাল অংকের বেতন, হালান্ডের ইনজুরির রেকর্ড, সব মিলিয়ে রিয়াল মাদ্রিদ সরে আসে নরওয়ের এই তারকার দিক থেকে।
কিন্তু তাই বলে রিয়াল মাদ্রিদ থেমে নেই। ভবিষ্যতের জন্য দল সাজানোর কাজে এখন তাদের সবচেয়ে বড় টার্গেট ব্রাজিলিয়ান তরুণ এন্ড্রিকে।
রিয়াল মাদ্রিদ মূলত এখন চারজন তরুনকে নজরে রেখেছে। তারা হচ্ছে, এন্ড্রিকে, মোকোকো, হেনরিক আরাওজো এবং রোকো সিমিক। কিন্তু রিয়াল মাদ্রিদ মনে করছে তাদের প্রত্যেকের থেকে এন্ড্রিকেই সেরা অপশন।
এন্ড্রিকের জন্য রিয়াল মাদ্রিদের স্কাউটরা অনেক সময়ই ব্যয় করেছে। প্লেয়ারের সঙ্গে কথা বলেছে, তার পরিবারের সঙ্গে কথা বলেছে। এখন কিছুটা গ্যাপ তৈরি হয়েছে। কিন্তু রিয়াল মাদ্রিদ হয়তো তার সঙ্গে চুক্তি করতে রাখতে চাইবে। ১৮ বছর হলে সে যোগ দিবে ক্লাবে।