২০০৮ সালের পর আর লিগ শিরোপা জেতা হয়নি অলিম্পিক লিওর। কিন্তু এই সময়ের মধ্যে আবার লিগ ওয়ানে একতরফা আধিপত্য বিস্তার করেছে আরেক ক্লাব পিএসজি।
পিএসজি যখন থেকে কাতারের আমিরের নিয়ন্ত্রনে এসেছে, তখন থেকেই উথ্থান শুরু হয়েছে। তবে এবার এই পিএসজির সঙ্গে সমান ভাবে লড়াইয়ের ঘোষণাই দিলেন অলিম্পিক লিওর নতুন মালিক জন টেক্সটর।
গত মৌসুমে শিরোপা জিতেছিল পিএসজি। ২৭ পয়েন্ট পিছিয়ে থেকে সপ্তম স্থান অধিকার করেছিল অলিম্পিক লিও। কিন্তু আগামী মৌসুমে শিরোপার জন্যই লড়াই করবে তারা এমন ঘোষণাই দিলেন তিনি।
আমেরিকান এই ব্যাবসায়ী বলেন, “পিএসজির মত মডেল আমি পছন্দ করিনা। তবে তারা অসাধারণ দল, অসাধারণ প্লেয়ার, আমরা সবাই তাদের খেলতে দেখতে পছন্দ করি।
“আমি মনেকরি কয়েক বছর ধরে আমরা তাদের অনুসরণ করতে চাই। আমরা এখানে শিরোপা জিততে চাই। আমরা দেখাতে যাচ্ছি এবং আমরা ব্যয় করতে যাচ্ছি। আমাদের কাতারের আমিরের মত পুঁজি থাকতে পারে।”