বুরুশিয়া ডর্টমুন্ডের মিডফিল্ডার বেলিংহামকে কেনার জন্য লড়াই করছে ইউরোপের বড় বড় দলগুলো। তারমধ্যে সবচেয়ে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ এবং লিভারপুল।
ইংলিশ ক্লাবটি অনেক চেষ্টা করেছে বেলিংহামকে কেনার জন্য। তারা বেলিংহামের জন্য বড় অংকের টাকা খরচ করতেও রাজি ছিল। কিন্তু বেলিংহামের পছন্দ যে অন্যকিছু।
স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে খেলতে চান বেলিংহাম। বুরুশিয়া ডর্মুন্ডের এই ইংলিশ মিডফিল্ডার রিয়াল মাদ্রিদকেই তার প্রধান টার্গেট করে রেখেছেন এমনটাই জানিয়েছে জার্মান গনমাধ্যমগুলো।
বেলিংহামকে কিনতে রিয়াল মাদ্রিদের খরচ হতে পারে ১২০ মিলিয়ন ইউরো। বুরুশিয়া এই মূল্যে তাকে ছাড়তে পারে বলেই গনমাধ্যমগুলোতে প্রকাশিত হচ্ছে।