ব্রাজিল ও ফ্লামেঙ্গোর তরুণ প্রতিভাবান ফুটবলার জোয়াও গোমেজকে কেনার খুব কাছাকাছি রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব উলভস। অলিম্পিক লিওর সঙ্গে লড়াই করে রেসে জয়ী হতে যাচ্ছে এই ক্লাবটি।
ফ্রান্সের ক্লাবটি এবং ইংলিশ ক্লাবটি গোমেজকে কেনার জন্য সবচেয়ে বেশি মরিয়া ছিল। তবে গোমেজ নিজে ফ্রান্সে যেতে চান না। তাই তিনি লিওকে না করে দিয়েছেন।
গোমেজের একটি না রেসে এগিয়ে দেয় উলভসকে। ইংলিশ গনমাধ্যমগুলো জানিয়েছে, উলভসের ১৯ মিলিয়ন ইউরো খরচ হতে যাচ্ছে এই ফুটবলারকে কেনার জন্য।
ইতিমধ্যে প্লেয়ারের সঙ্গে ব্যক্তিগত বিভিন্ন বিষয়ে সমঝোতায় পৌছেছে উলভস। ফ্লামেঙ্গোর সঙ্গে ট্রান্সফার সংক্রান্ত কিছু কাজ বাকি। সেটা হয়ে গেলেই আসবে ঘোষণা।