রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার দানি সেবায়েস রিয়াল মাদ্রিদে অনেকটাই ব্রাত্য ছিলেন। চুক্তির শেষ দিকের পুরোটা সময়েই ক্লাবের বেঞ্চে বসে সময় কাটাতে হয়েছে তাকে।
তবে এই শেষ দিকে এসে হঠাৎ করেই সুযোগ পেয়েছিলেন তিনি। আর সেই সুযোগটা দুর্দান্ত ভাবে কাজে লাগাচ্ছেন এই স্প্যানিশ তারকা। রিয়ালের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে শুরু করেছেন তিনি।
কিছুদিন আগেই যেমন তিনি বললেন, রিয়াল মাদ্রিদে শেষ দুটি সপ্তাহ তার পুরো রিয়াল ক্যারিয়ারের মধ্যে সেরা।
আর এই সেরা সেবায়েসের সঙ্গে চুক্তি নবায়ন করতে পারে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ গনমাধ্যম মার্কা দিয়েছে সেই ইঙ্গিত। সেবায়েসও রিয়াল মাদ্রিদেই থাকতে চায়।
রিয়ালের সঙ্গে জুনেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে সেবায়েসের। ইতিমধ্যে তাকে প্রিমিয়ার লিগের একটি ক্লাব অফারও করেছে। কিন্তু সেবায়েস সেই অফার ফিরিয়ে দিয়েছে। সে রিয়াল মাদ্রিদের সঙ্গেই চুক্তি নবায়ন করতে আগ্রহী। এখন দেখার বিষয়, রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত সেবায়েসকে রাখে কিনা।