রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৮:৩৫ অপরাহ্ন

চেলসির দূর্ণীতির কারণে জিয়েখকে রেজিষ্টারই করাতে পারলো না পিএসজি

স্পোর্টস প্রতিদিন
  • প্রকাশিত সময় : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৩৩ এই মুহুর্তে
  • শেয়ার করুন

হাকিমি জিয়েখ চেলসি ছেড়ে পিএসজিতে আসতে মরিয়া ছিল। সে সম্ভাব্য সর্বোচ্চ চেষ্টা করেছে পিএসজিতে আসার জন্য। পিএসজিতে তার সবকিছু সম্পন্ন ছিল। কিন্তু শেষ মুহূর্তে কিনা ট্রান্সফার নিয়েই ঝামেলা তৈরি হল।

হাকিমি জিয়েখ পিএসজির সঙ্গে ব্যক্তিগত সকল আলোচনা সম্পন্ন করে নিয়েছিলেন। তাকে লোনে কেনার কথা ছিল পিএসজির। এরপর মৌসুম শেষে কেনা নিয়ে আলোচনা হত চেলসির সঙ্গে।

সব আলোচনা যখন শেষ, চেলসিও যখন তাকে বিক্রি করতে রাজি, তখনই চেলসি দূর্ণীতির পথটাই যেন বেছে নেয়। তাদের অবহেলার কারণে জিয়েখকে আর রেজিষ্টারই করাতে পারেনি পিএসজি।

পিএসজির অভিযোগ হচ্ছে, চেলসি তিনবার জিয়েখকে রেজিষ্টারের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট পাঠায়। কিন্তু তিনবারই তারা ভুল ডকুমেন্ট পাঠায়। আর যখন তারা ঠিকঠাক ডকুমেন্ট পাঠায় ততক্ষনে প্লেয়ার রেজিষ্টার করার সময় শেষ।

পিএসজি এখন আপিল করবে। তবে এই আপিলে জয়ের সম্ভাবনা একেবারেই সামান্য। আর এটা হলে জিয়েখকে আবার উড়ে যেতে হবে চেলসিতেই।

এই ক্যাটেগরির আরো খবর
ব্রেকিং:

বার্সাতে আসতে চাইলে বেতন কমাতে হবে, কমবে ক্ষমতা

আর্জেন্টিনার প্লেয়াররা বেয়াদব, শিরোপা জেতার যোগ্যতা তাদের নেই: রোথেন

এক মিনিট নিরবতা ব্রাজিলের জন্য, এক মিনিট নিরবতা ব্রাজিলের জন্য

ভিনিসিয়াস ৬, এমারসন ৪, মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্লেয়ারদের রেটিংস

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশে থাকা ১১ প্লেয়ারের পারফর্মেন্স কেমন ছিল

ক্লাবের পথ ধরেছেন ব্রাজিলের ফুটবলাররা

নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপে জায়গা পাওয়া কঠিন করে তুলল শ্রীলঙ্কা

রিয়াল মাদ্রিদের কোচ হতে আগ্রহী নাগেলসম্যান

মেসির খুশিটাই চাওয়া রোনালদিনহোর

ভিনিসিয়াসের গোল বাতিল, ক্যাসমিরোর গোল, বাকিটা সময় ছন্নছাড়া