হাকিমি জিয়েখ চেলসি ছেড়ে পিএসজিতে আসতে মরিয়া ছিল। সে সম্ভাব্য সর্বোচ্চ চেষ্টা করেছে পিএসজিতে আসার জন্য। পিএসজিতে তার সবকিছু সম্পন্ন ছিল। কিন্তু শেষ মুহূর্তে কিনা ট্রান্সফার নিয়েই ঝামেলা তৈরি হল।
হাকিমি জিয়েখ পিএসজির সঙ্গে ব্যক্তিগত সকল আলোচনা সম্পন্ন করে নিয়েছিলেন। তাকে লোনে কেনার কথা ছিল পিএসজির। এরপর মৌসুম শেষে কেনা নিয়ে আলোচনা হত চেলসির সঙ্গে।
সব আলোচনা যখন শেষ, চেলসিও যখন তাকে বিক্রি করতে রাজি, তখনই চেলসি দূর্ণীতির পথটাই যেন বেছে নেয়। তাদের অবহেলার কারণে জিয়েখকে আর রেজিষ্টারই করাতে পারেনি পিএসজি।
পিএসজির অভিযোগ হচ্ছে, চেলসি তিনবার জিয়েখকে রেজিষ্টারের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট পাঠায়। কিন্তু তিনবারই তারা ভুল ডকুমেন্ট পাঠায়। আর যখন তারা ঠিকঠাক ডকুমেন্ট পাঠায় ততক্ষনে প্লেয়ার রেজিষ্টার করার সময় শেষ।
পিএসজি এখন আপিল করবে। তবে এই আপিলে জয়ের সম্ভাবনা একেবারেই সামান্য। আর এটা হলে জিয়েখকে আবার উড়ে যেতে হবে চেলসিতেই।