ব্রাজিলিয়ান মার্কেটে রিয়াল মাদ্রিদের পথচলা যেন একটু বেশিই। সাম্প্রতিক সময়ে একের পর এক ব্রাজিলিয়ান প্লেয়ার কিনে নিজেদের দলকে সমৃদ্ধ করছে স্প্যানিশ জায়ান্টরা।
ইতিমধ্যে এই ক্লাবটিতে আছেন চারজন ব্রাজিলিয়ান ফুটবলার। সেন্টারব্যাক মিলিটাও, রাইটব্যাক ভিনিসিয়াস তোবিয়াস, আক্রমন ভাগের ভিনিসিয়াস জুনিয়র এবং রোদ্রিগো গোয়েস।
এদের সঙ্গে ২০২৪ সালে যোগ দিবেন আরেক ব্রাজিলিয়ান তরুণ এন্ড্রিক। এতসব ব্রাজিলিয়ানদের মাঝে আরও একজন ব্রাজিলিয়ান তারকা যুক্ত হতে পারে রিয়াল মাদ্রিদের স্কোয়াডে।
এই তারকা হচ্ছেন ব্রাজিলের ১৯ বছর বয়সী সেন্টারব্যাক রবার্ট রেনান। এফসি জেনিতে খেলা এই সেন্টারব্যাক বর্তমানে ব্রাজিল অনূর্ধ্ব ২০ দলের হয়ে কোপা আমেরিকা খেলছেন।
এই সেন্টারব্যাকের পারফর্মেন্স নজর কেড়েছে রিয়াল মাদ্রিদের। খুব কাছ থেকে গভীর ভাবেই তার পারফর্মেন্সের উপর নজর রাখছে রিয়াল মাদ্রিদ। পছন্দ হলে আগামী সামারে এই প্লেয়ারকে কিনতে পারে রিয়াল।