আগামী সামারেই ম্যানইউর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে স্প্যানিশ গোলকিপার ডেভিড ডি গিয়ার। তার সঙ্গে এখনও চুক্তি নবায়নের উদ্যোগ নেয়নি রেড ডেভিলরা।
ডি গিয়ার সঙ্গে যদি চুক্তি নবায়ন না করে তাহলে এই পজিশনে ম্যানইউর পরবর্তি গোলকিপার হতে পারেন এমিলিয়ানো মার্তিনেজ এমনটাই ইঙ্গিত দিয়েছেন মার্তিনেজের বাবা।
বিশ্বকাপ জয়ী এই তারকা অ্যাস্টন ভিলা ছেড়ে এমন ক্লাবে যেতে চান যারা চ্যাম্পিয়নস লিগে খেলে। যদিও অ্যাস্টন ভিলা তাকে রাখতে চায়, কিন্তু প্লেয়ার নিজে সেখানে আর থাকতে চাচ্ছেন না।
সম্প্রতি মার্তিনেজের বাবা আর্জেন্টিনার একটি গনমাধ্যমকে বলেন, “আমি আশাকরি সে একটি অসাধারণ দলে যোগ দিবে (ম্যানইউতে যাওয়ার সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন করলে)। যদি এটা আমার ছেলের উপর থাকে, তাহলে আমি চাইব সে যেন স্পেনে যায়।”