ইংলিশ ক্লাব আর্সেনাল রাফিনহার জন্য আগ্রহী ছিল। লিডস থেকে রাফিনহা যখন বার্সালোনাতে আসে তখনই তারা রাফিনহাকে কিনতে চেয়েছিল। কিন্তু রাফিনহা রাজি হয়নি।
গত জানুয়ারীতেও আর্সেনাল রাফিনহার জন্য ৭০ মিলিয়ন ইউরো অফার করেছিল। কিন্তু তাতেও রাজি হয়নি বার্সালোনা। বার্সালোনা এই ব্রাজিলিয়ানকে বিক্রি করতে চায়নি।
তবে এবার আর্সেনাল নয়, প্রিমিয়ার লিগের আরেক ক্লাব নিউক্যাসল ইউনাইটেড আগ্রহী রাফিনহার জন্য। আগামী সামারে তারা রাফিনহাকে নাম্বার ওয়ান টার্গেট করেছে।
সৌদি মালিকানাধীন হওয়ার পর ক্লাবটি বেশ বড় কিছু প্লেয়ার কিনেছে এবং বড় প্লেয়ারের দিকে নজর দিচ্ছে। আগামী মৌসুমে যদি চ্যাম্পিয়নস লিগে খেলতে পারে তাহলে বড় কিছু প্লেয়ার যুক্ত হতে পারে ক্লাবটিতে যার মধ্যে থাকতে পারেন রাফিনহা।