বুধবার, ০৭ জুন ২০২৩, ০৬:১৮ অপরাহ্ন

আনচেলোত্তি শেষ, রাউল হতে পারে রিয়ালের নতুন কোচ

স্পোর্টস প্রতিদিন
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৭৩৯০ এই মুহুর্তে
  • শেয়ার করুন

জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদের কোচ হয়েছিলে, গড়েছিলেন ইতিহাস। তিনি রিয়ালের কোচ হওয়ার আগে ক্যাস্টিলার কোচ ছিলেন। যুব দলের কোচিং অভিজ্ঞতা নিয়েই ইতিহাস গড়েছিলেন মূল দলের কোচ হিসেবে।

সেই ক্যাস্টিলার কোচ এখন রাউল। রিয়ালের সাবেক এই তারকার সম্ভাবনা রয়েছে রিয়াল মাদ্রিদের মূল দলের কোচ হওয়ার। সেটাও আগামী মৌসুমেই।

রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ আনচেলোত্তি। কিন্তু আনচেলোত্তির উপর ধীরে ধীরে আস্থা হারিয়ে ফেলছে রিয়াল মাদ্রিদ। ইতিমধ্যে লা লিগায় বার্সার থেকে ৯ পয়েন্ট পিছিয়ে পরেছে।

কোপা ডেল রের সেমিফাইনালের প্রথম লেগেও হেরেছে বার্সার বিপক্ষেই। স্প্যানিশ সুপার কাপেও হেরেছিল বার্সার কাছে। এখন বাকি আছে চ্যাম্পিয়নস লিগ।

এমনিতেই চাকরিটা নড়বড়ে হয়ে পরেছে। যদি চ্যাম্পিয়নস লিগ জিততে না পারে তাহলে আনচেলোত্তির বরখাস্ত হওয়াটা নিশ্চিত। যদি রিয়াল চ্যাম্পিয়নস লিগ জিতে, তাহলেও আনচেলোত্তি সরে যেতে পারেন এবং হতে পারেন ব্রাজিলের কোচ।

তখন রিয়ালের কোচিং পজিশনে আসতে পারেন রাউল গনজালেস। আরও কয়েকজনের নাম শোনা যাচ্ছে, জাভি আলোনসো, থমাস টুখেল, মরিনহোর নাম শোনা যাচ্ছে। তবে রাউল এগিয়ে আছে সবচেয়ে বেশি।

এই ক্যাটেগরির আরো খবর

ব্রেকিং:

রিয়ালের মৌসুম সেরা প্লেয়ার ভিনিসিয়াস জুনিয়র

বার্সালোনা-আল হিলালকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মেসি যাচ্ছেন আরেক ক্লাবে

হ্যারি কেইনের জন্য ৮০ মিলিয়ন প্রস্তাব করবে রিয়াল মাদ্রিদ

ফার্নান্দো দিনিজ হতে পারেন ব্রাজিলের নতুন কোচ

বার্সা রিয়ালকে একা করে সুপার লিগ ছাড়ল জুভেন্টাস

এবার বার্সার বিরুদ্ধে অভিযোগ তুললেন সাবেক ফুটবলার জেরার্ড পিকে

বরখাস্ত হচ্ছেন গালটিয়ের, তাকে বিদায় বলে দিয়েছে পিএসজি

মেসির প্রস্তাবে অবাক আল নাসের কর্তৃপক্ষ

রিয়ালের আইকনিক সাত নম্বর জার্সি পড়বে মিডফিল্ডার বেলিংহাম!

এটা পুরোটাই বাংলাদেশের অজুহাত ছাড়া কিছুই না